সেই ৫টা পনেরোর লোকাল ধ'রে সাঁইথিয়া থেকে বোলপুর , পড়ন্ত রোদ জানালার শিক এর ফাঁক দিয়ে লুকোচুরি খেলে খেলে আচমকা সন্ধ্যার অন্ধকারে হারিয়ে যাওয়া , এক টাকার ঝালমুড়ির সাথে একটু বেশি নারকেল ফাউ ...! বিশ্বাভারতীর ক্যাম্পাসের বাইরে , ক্যানালের ধারের পাগলা ঝাউ বনের শন্শনানি , গা ছম ছম ভালো লাগা ... আমার পুরানো স্কুটার টা-র ওপর আধশুয়ে কুঁড়েমি ভরা সিগারেটের ধোঁয়ার মধ্যে হারিয়ে যাওয়া -এক মেয়েদের স্কুলের দিদিমণি র একটু প্রেম হয়েছিল , জানি না উনি কি দেখেছিলেন আমাতে ... ছোটকা কে নিয়ে বাজার করতে গিয়ে ওনার সাথে দেখা , কথা আর আচমকা আমাকে 'বড়দা' সম্বোধন ... এখন ও খুব হাসি, যখন মনে পড়ে |
অনেক ছোটো ছোটো কথা , যার কোনো মানে হয় না, খুব ই সাধারণ , তবুও মনে থকে যায় , রয়ে যায় , সয়ে যায় ........